সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাফ নদ থেকে রোহিঙ্গা বোঝাই ৩৪ নৌকা ফেরত

টেকনাফ প্রতিনিধি

নাফ নদ থেকে রোহিঙ্গা বোঝাই ৩৪ নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদ দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরও ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ বরাবর নাফ নদীর পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবাহী নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ৩৪টি নৌকায় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন নারী, পুরুষ ও শিশু ছিল। উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাসে টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ১৪৪টি নৌকা এভাবে ফেরত পাঠানো হয়েছে।

আটক ৩৫৬ : টেকনাফ সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশকারী ৩৫৬ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। হ্নীলা স্টেশনের উত্তর বিল এলাকা থেকে গতকাল এসব রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সকালে উত্তর বিল এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গারা নতুন পলিথিনের ঝুপড়ি ঘর তৈরি করে বসতি স্থাপন করে। সংবাদ পেয়ে দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রালে সিদ্দিকী, হ্নীলা ইউপি সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর অভিযান চালিয়ে প্রায় আড়াইশ রোহিঙ্গা পরিবারের তৈরিকৃত ঝুপড়ি ঘর উচ্ছেদ করে অবস্থানরত ৩৫৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃত এসব রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রশাসনের অভিযানের খবর পেয়ে আশপাশের অসংখ্য রোহিঙ্গা নারী-পুরুষ সেখান থেকে সটকে পড়ে বলে জানা গেছে।

টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দীকি জানান, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর