সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় গরুর নকল দুধ তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর মধ্যপাড়ায় গরুর নকল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল ভোরে সেখানে অভিযান চালিয়ে ১০০ লিটার নকল দুধ, দুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— শ্রী সরজিদ ঘোষ, আবদুল হান্নান ও সজিব কুমার ঘোষ। বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল সংবাদ সম্মেলনে বলেন, গোপন খবরের ভিত্তিতে সোনাতলার শিহিপুর মধ্যপাড়া গ্রামের আছমতউল্লা  ব্যাপারির ছেলে আবদুল মান্নানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মান্নানের বসতবাড়ি থেকে ২৫ কেজি হুয়ে পারমিট পাউডার, কন্টেইনারসহ ৫০ কেজি মাই মিল্ক পাউডার, ১০ কেজি পারঅক্সাইড, ১০ কেজি গ্লুকোচ পাউডার, পাঁচটি ব্লেন্ডার মেশিন, ২০ লিটার সোয়াবিন তেল, চারটি অ্যালুমনিয়ামের পাতিল ও ১০০ লিটার তৈরি করা নকল দুধ জব্দ করা হয়। চক্রটি কেমিক্যাল পদার্থের সমন্বয়ে তৈরি নকল দুধ পানি মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিল। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

সর্বশেষ খবর