সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে সাড়ে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ (সিএইচডি)। ওই যাত্রীর নাম মহিউদ্দিন আহমেদ। গতকাল দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে সোনাসহ ওই যাত্রীকে আটক কর?া হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। সিএইচডির সহকারী  কমিশনার আহসানুল কবির সাগর জানান, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষিত এনফোর্সমেন্ট মাস উপলক্ষে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে টার্মিনাল পার হওয়ার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০২২) চট্টগ্রাম থেকে আসা যাত্রী মহিউদ্দিনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে যাত্রীর কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।

সর্বশেষ খবর