মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগে পুনর্বাসিত জামায়াত-শিবির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগে যোগ দিয়ে পুনর্বাসিত হচ্ছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। তাদের দলে ভেড়ানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি আবদুল ওদুদ। বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না দলের অনেকেই। তারা মনে করেন, মামলা থেকে বাঁচতে পুলিশের ওপর হামলা, হত্যা, গাড়ি পোড়ানোসহ একাধিক নাশকতা মামলার আসামি জামায়াত-শিবিরের নেতারা আওয়ামী লীগে যোগ দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। সুযোগপেলেই তারা যে কোনো অপকর্ম ঘটিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে চলে যাবে। আর এর বিরূপ প্রভাব পড়বে আওয়ামী লীগের ওপর। তবে এ প্রসঙ্গে এমপি আবদুল ওদুদ বলছেন, বিভিন্ন দল থেকে যোগ দেওয়ায় সদর উপজেলায় আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অথচ আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা একটি চক্র নৌকার বিরুদ্ধে ভোট করা থেকে শুরু করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জানা গেছে, গতকাল একাধিক নাশকতা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আবুল খায়েরসহ তিন ইউপি সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ ছাড়া দুই মাস আগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন একাধিক মামলার আসামি এবং চিহ্নিত আলবদর ও হেফাজত নেতা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, শিবির নেতা মিজানুর রহমান মিজান, জুলমতসহ জামায়াত-শিবির ও বিএনপির নেতারা। আর সব যোগদানের ঘটনাই ঘটেছে সংসদ সদস্য আবদুল ওদুদের উপস্থিতিতে। এ প্রসঙ্গে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ মনে করেন, ১৯৭১ সালে জামায়াত দেশে অপকর্ম করেছে। এ ছাড়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন নাশকতা চালিয়ে জামায়াত-শিবির নেতারা একাধিক মামলার আসামি হয়েছেন। এখন তারা ওই মামলা থেকে বাঁচতে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। কিন্তু তাদের দলে ভেড়ানোটা হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ তারা আওয়ামী লীগে থেকে বিভিন্ন অপকর্ম ঘটিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে চলে যাবে। আর সাধারণ মানুষ ভাববে এটা হচ্ছে আওয়ামী লীগের কাজ। অন্যদিকে পুলিশও এ নিয়ে বিভ্রান্তিতে পড়বে। এদিকে মামলা থেকে বাঁচতে জামায়াত-শিবির নেতাদের আওয়ামী লীগে যোগ দিতে সহযোগিতা করা হচ্ছে এমন অভিযোগে খোদ আওয়ামী লীগের মধ্যেই অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ খবর