মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি মামলার এক আসামি গ্রেফতার হওয়ার পর পুলিশের ‘অভিযানের সময়’ কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার  সোনারামপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান। নিহত শরীফ (২৮) উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের  ছেলে। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, পলাতক শরীফকে রবিবার গভীর রাতে গ্রেফতারের পর তার সহযোগীদের ধরতে ভোরের দিকে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় শরীফের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন?্য পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির মধে?্য ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি। তিনি বলেন, শরীফের সহযোগীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আশুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শারফিন মিয়া আহত হয়েছেন বলে জানান ওসি। 

এ ব্যাপারে  নিহত শরীফের শ্বশুর চরচারতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মহরম সদর হাসপাতাল মর্গ এলাকায় অভিযোগ করে বলেন, আমার জামাতাকে ধরে নিয়ে যাওয়ার পর পুলিশ দুই লাখ টাকা দাবি করে। আমি দারোগাকে ১৯ হাজার ৫০০ টাকা দিই। রিপোর্টটা নরমাল ও মামলার একটি কপি দিতেও বলি। আমাকে পুলিশ আশ্বস্ত করে। রাতে আশুগঞ্জ ডেনাইট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা বাবদ ২৬৪ টাকা আমার কাছ থেকে গ্রহণ করে। গভীর রাতে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। রাত পৌনে ২টায় দারোগা আমাকে ফোন করে গোলচত্বর এলাকায় আসতে বলে। টাকাগুলো ফেরত দেয়। বলেন, ওসি সাহেব গরম। কথা বলা যাবে না। টাকা নেন গা। অসুবিধা আছে। তাকে মেরে টাকাগুলো ফেরত দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

সর্বশেষ খবর