মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখনো আশঙ্কামুক্ত নয় জয়পুরহাটের সেই স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সেই স্কুল ছাত্রীর জ্ঞান এখনো ফেরেনি। রবিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, সে এখনো আশঙ্কামুক্ত নয়। গতকাল হাসপাতালে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তার মাথায় অস্ত্রোপচার চালান চিকিৎসকরা। এতে নেতৃত্ব দেন নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার। অস্ত্রোপচারের পরই          ২০৪ নম্বর ওয়ার্ড থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে তাকে। ডা. অসিত চন্দ্র সরকার জানান, প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তার মাথার খুলি ভেঙে গেছে। আমরা তা প্রতিস্থাপনের জন্য দীর্ঘ সময় অস্ত্রোপচার করেছি। অস্ত্রোপচার সফল হলেও সে আশঙ্কামুক্ত নয়। তার মা রহিমা বেগম জানান, ঘটনার দিন আহতাবস্থায় তার মেয়ে তার দিকে একবার চোখ খুলে তাকিয়েছিল। এরপর আর কখনোই চোখ খোলেনি। গত ২৪ ডিসেম্বর রাত ২টার দিকে জয়পুরহাটে একটি বাড়ির প্রাচীর টপকে নবম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় ঘর থেকে উদ্ধার করে প্রথমে বগুড়া, পরে ঢাকার নিউরোসার্জারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গত শনিবার মেয়েটির চাচা বাদী হয়ে কালাই থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

সর্বশেষ খবর