মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

ভুল ত্রুটি বের করতে খালেদার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন পরবর্তী বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে গুলশানে চেয়ারপাসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খালেদা জিয়া স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, নাসিক নির্বাচন থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। নির্বাচনের ফলাফলে কোনো ত্রুটি আছে কি-না তা খুঁজে বের করতে হবে। এজন্য প্রয়োজনে নিবাঁচন কেন্দ্রে দায়িত্বরত দলীয় এজেন্টদের সঙ্গে কথা বলতে হবে। রাত ১০টা থেকে শুরু হওয়া আধ ঘণ্টার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাসিক নির্বাচনের দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও জেলার সিনিয়র নেতা শাহ আলম উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, শুরুতে খালেদা জিয়া স্থানীয় সব নেতাদের বক্তব্য শোনেন। এরপর তিনি নাসিক নির্বাচনের ভুল-ত্রুটিগুলো বের করতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন। পরবর্তীতে আরও কীভাবে সুচারুরূপে নির্বাচন পরিচালনা করা যায় সে দিকনির্দেশনাও দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর