শিরোনাম
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

দিল্লিতে মুখোমুখি দুই বিমান

প্রতিদিন ডেস্ক

ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে দুটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় এখন হৈচৈ পড়ে গেছে ভারতে। কারণ কয়েক ঘণ্টা আগেই ভারতের গোয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন ১৫৪ জন বিমানযাত্রী এবং সাত জন বিমানকর্মী। জানা গেছে, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে ইন্ডিগো বিমানটি টেক-অফের জন্য রানওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল। একই সময় স্পাইস জেটের একটি বিমান রানওয়েতে নিজের বে-তে যাচ্ছিল। তখনই দুটো বিমান মুখোমুখি হয়ে যায়। দুই পাইলটই বিমানের গতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গতকাল সকালেই গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৩৭৪ বিমানের। কিন্তু উড্ডয়নের সময় আচমকা চাকা পিছলে যায়। পরে সাত বিমানকর্মীসহ ১৬১ জন যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে আহত হন কয়েকজন যাত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর