বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারের নাগরিকত্ব পেলেন রাখাইনের ৩২ হাজার মানুষ

প্রতিদিন ডেস্ক

পরীক্ষা-নিরীক্ষা শেষে মিয়ানমারের রাখাইন প্রদেশের ৩২ হাজারেরও বেশি অধিবাসীকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

গতকাল দেশটির প্রাদেশিক কাউন্সিলর কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়ার এই তথ্য জানানো  হয়। ৩২ হাজার ১৬ জনকে ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয় বলে কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত হয়ে থাকেন তবে তাদের দেশের অধিবাসী হিসেবে নতুন পরিচয়পত্র নিতে হবে। বলা হয়, রাখাইন প্রদেশে সাময়িক পরিচয়পত্রধারী ৭ লাখ ৫৯ হাজার ৬৭২ জন অধিবাসী রয়েছেন। মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ জুন থেকে সাময়িক পরিচয়পত্রের বদলে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়া শুরু করে।

উখিয়া সীমান্তে ৪৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি : উখিয়ার পালংখালী এবং তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪৪ মিয়ানমার রোহিঙ্গা নাগরিক ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল সকাল ৭টা পর্যন্ত এসব রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয় বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, ফেরত  পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে। তার মতে, এ পর্যন্ত সর্বমোট ২০৪ জন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। তিনি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেও জানান।

সর্বশেষ খবর