বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

পায়ুপথে ফের বাতাস দিয়ে হত্যা চেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের উজানগোপন্দী  এলাকায় সাবেদ আলী স্পিনিং মিলে আল আমিন (২০) নামে শ্রমিকের পায়ুপথে বাতাস  ঢুকিয়ে দেওয়ার অভিযোগে সহকর্মী শ্রমিক রিমন মিয়াকে (২১) আটক করা হয়েছে। আর আহত ওই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আল আমিন উপজেলার ব্রাহ্মন্দি গ্রামের হাসান আলীর ছেলে। রিমন মিয়ার বাবার নাম রবিউল ইসলাম। বাড়ি রাজশাহীর থানাপাড় এলাকায়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে রিমন ও আল আমিন শরীরে থাকা তুলা পরিষ্কারের সময় দুষ্টুমির ছলে কমেপ্রসার মেশিন দিয়ে আল আমিনের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দিলে সে গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ওসি আরও জানান, ইতোমধ্যে রিমনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর