শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কারখানার ছাদ ধসে তিন শ্রমিক নিহত

প্রতিদিন ডেস্ক

আশুলিয়ায় জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংক লিমিটেড কারখানার নির্মাণাধীন ভবনের ছাদধসে গতকাল দুপুরে তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন চাঁদপুরের জাহাঙ্গীর আলম (৫০), জালাল মিয়া (৪৫) ও শহিদুল ইসলাম (৫৫)। এরা সবাই নির্মাণ শ্রমিক। খবর : বিডিনিউজের। পুলিশ কর্মকর্তা শামীম হাসান জানান, ‘দুপুরে এই কারখানার দোতলা ভবনের এক তলার বর্ধিত অংশের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। এ সময় অন্য শ্রমিকরা চলে গেলেও তিনজন নিচতলায় অবস্থান করছিলেন। এ সময় ছাদ ধসে পড়লে তারা চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কারখানার কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সদস্যরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ধ্বংসস্তূপ থেকে আর কাউকে পাওয়া যায়নি। ভবন তৈরিতে নিম্নমানের রড-সিমেন্ট ও বাঁশের খুঁটি ব্যবহারের কারণে ছাদ ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর