শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধ’ ও গণপিটুনিতে দুজন নিহত

রাজবাড়ী ও নোয়াখালী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এবং নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন বলে দাবি পুলিশের।

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কালীবাড়ি এলাকায় গতকাল ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। রাজবাড়ী থানার ওসি আবুল বাশার জানান, ভোরে ডাকাতদল রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখে। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে ডাকাতদলের একজন গুলিবিদ্ধ হয়। তাকে রাজবাড়ী হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ছবিরপাইক গ্রামে বুধবার গভীর রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শাহাবুদ্দিন সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের আনোয়ার আহম্মেদে ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, রাতে একদল ডাকাত ছবিরপাইক গ্রামের হুমায়ুন কবিরের বাড়ির দরজা ভেঙে ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে বাড়ির লোকজনের চিৎকারে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাতদলকে ঘিরে ফেলেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহাবুদ্দিনকে পিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় শাহাবুদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে সে মারা যায়।

সর্বশেষ খবর