শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতীয় ব্যবসায়ীদের আইনি সহায়তার আশ্বাস প্রধান বিচারপতির

মৌলভীবাজার প্রতিনিধি

ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ বিষয়ে তাদের আইনগত সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মৌলভীবাজার চেম্বারের আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি তাদের এ আশ্বাস দেন।

তিন দিনব্যাপী মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন গতকাল বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়। প্রধান বিচারপতি দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী তপন চক্রবর্তী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, নজিবুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ্ জালাল, রফিকুল ইসলাম, ফজলুর রহমান, সালাউদ্দিন আলী আহমদ।

বক্তারা বলেন, এ সম্মেলনের মাধ্যমে ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পরস্পরের সহযোগিতায় উভয় দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। ট্রানজিট ব্যবহার করে স্বল্প খরচে পণ্য আদান-প্রদান করা সম্ভব হবে। উভয় দেশের ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে দুই দেশকে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। তিন দিনব্যাপী উৎসবের আজ দ্বিতীয় ও আগামীকাল তৃতীয় দিনে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ইকোনমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, কবি পায়েলী ধর, চিন্ময়ী বিশ্বাস, সৈয়দ আল ফারুক, উপাধ্যক্ষ আবদুস শহীদ, সৈয়দা সায়রা মহসিন এমপি, আমাতুল কিবরিয়া কেয়াসহ উভয় দেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী।

সর্বশেষ খবর