শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

এসিড মামলা না তোলায় ফের এসিড নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

কামারখন্দে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা তুলে না নেওয়ায় জামিনে বের হয়ে আবারও তাঁত শ্রমিক খলিল শেখকে এসিডে ঝলসে দিয়েছে আসামিরা। এসিডে তার মুখ-পিঠ-ঘাড় ও হাতসহ প্রায় ৩৬ ভাগ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কামারখন্দ উপজেলার চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। খলিল চর দোগাছী গ্রামের হতদরিদ্র জামাত আলী শেখের ছেলে। এসিড আক্রান্ত খলিল শেখ জানান, ২০১৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেজ্জাকের ছেলে আসলাম, সুজাবত আলীর ছেলে সুরুতজামাল ও আবুল হোসেনের ছেলে রেজ্জাক তাকে এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা করা হয়। পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে। জামিনে মুক্ত হয়ে তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিতে শুরু করে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় তাঁত বুননের সময় আসলাম, সুরুতজামাল ও রেজ্জাক তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, মুখমণ্ডল, পিঠ-হাত ও ঘাড়সহ শরীরের প্রায় ৩৬ ভাগ অংশ পুড়ে গেছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সর্দার জানান, হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। মামলা-মোকদ্দমার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। মামলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর