রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দুই কর্মকর্তাকে মারলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রংপুর রেলওয়েতে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রেলওয়ে পশ্চিমাঞ্চলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। তারা গতকাল সকালে রংপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে রেলওয়ে কর্মকর্তাদের বৈঠক চলাকালে মারধর করেন। এতে সভা ভণ্ডুল হয়ে যায়।

হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টায় স্টেশনের সামনে রেললাইন অবরোধ শুরু করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ আবদুল জব্বার অভিযোগ করেন, রেলের যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে সকালে তার কার্যালয়ে কর্মকর্তাদের বৈঠক বসে। বৈঠকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক মিহিরকান্তি ও উপবাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ জিন্নাহ উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল ও ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনুর নেতৃত্বে একদল লোক ভিতরে প্রবেশ করেন। তুষারকান্তি রংপুরে নতুন একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানান। দুই কর্মকর্তা বিষয়টি নিয়ে রেলমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলতে বলেন। একপর্যায়ে রেলমন্ত্রীর মোবাইল ফোন নম্বর চান তুষার। নম্বর দিতে না পারায় নেতা-কর্মীরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। বৈঠকে উপস্থিত অন্য কর্মকর্তারা গালিগালাজ বন্ধ করতে বললে তারা মিহিরকান্তি ও মোহাম্মদ জিন্নাহকে কিলঘুষি মারতে থাকেন। এতে জিন্নাহর ঠোঁট ফেটে যায়। তাদের রক্ষা করতে গিয়ে আরও চার-পাঁচ জন কর্মকর্তা মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ট্রেন চলাচল বন্ধ করে দেন। রংপুর রেলওয়ে জিআরপি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসআই) ইদ্রিস আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীরা লাইন অবরোধ তুলে নেন। এ বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল বলেন, ‘উত্তেজিত ভাষায় কথা হয়েছে। মারধরের অভিযোগ বানোয়াট। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু বলেন, ‘উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’

সর্বশেষ খবর