রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেকনাফে রোহিঙ্গা বোঝাই ৮ নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদ থেকে রোহিঙ্গাবাহী আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোরে নাফ নদের শূন্য রেখা থেকে এসব নৌকা ফেরত পাঠানো হয়।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে ৮টি নৌকায় করে রোহিঙ্গারা  বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। তিনি আরও জানান, গত ডিসেম্বরে টেকনাফে নাফ নদের জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশ চেষ্টার সময় রোহিঙ্গাবাহী মোট ২৪০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর