রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। সব ধরনের অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে জানা গেছে। গতকাল রাত ১২টা থেকে এ ধর্মঘট কার্যকর বলে ঘোষণা দিয়েছেন সমবায়ের নেতারা। সরকারের পক্ষ থেকে তাদের রুট পারমিটের দাবি মেনে নেওয়ার আশ্বাস না দেওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার আভাসও দিয়েছেন তারা।

ধর্মঘটের কারণ সম্পর্কে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, ‘বিআরটিএ থেকে অ্যাম্বুলেন্সকে রুট পারমিট দেওয়া হয় না। তবু রাস্তায় বের হলেই পুলিশ সার্জেন্টরা রুট পারমিট দেখতে চান। বিআরটিএ থেকে যদি আমাদের পারমিট না দেওয়া হয়, তাহলে আমরা তা কীভাবে দেখাব। এ নিয়ে বিভিন্ন সময় মামলা এবং হয়রানি করা হয়। সারা দেশের মালিকরাও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।’

সর্বশেষ খবর