রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বিদায় বান কি মুন

প্রতিদিন ডেস্ক

বিদায় বান কি মুন

দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে গতকাল মধ্যরাতে পদ ছাড়লেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তার স্থলাভিষিক্ত হবেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এন্তোনিও গুতেরেস। সংস্থাটির সদর দফতরে বিদায়বেলায় মুনকে শুভ কামনা জানান তার সহকর্মীরা। এ সময় মুন বলেন, ‘আমি শুধু দুটি শব্দ বলতে চাই, সকলকে ধন্যবাদ।’ খবর বিবিসির। ২০০৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের ৮ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন ৭২ বছর বয়সী বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। মেয়াদকালে নারীর ক্ষমতায়ন, জলবায়ু ইস্যুতে বৈশ্বিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ, টেকনোলজি ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন কারণে প্রশংসা  পেয়েছেন। তবে বিশ্বব্যাপী যুদ্ধের বিস্তার রোধে ব্যর্থতার জন্য অনেকে তার সমালোচনা করেন। এ পদে আসার আগে তিনি নিজ দেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। মহাসচিবের পদ ছাড়ার পরে দেশে ফিরে গিয়ে মানুষের কল্যাণে রাজনীতিতে মনোনিবেশ করার ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। ২০১৭ সালের ডিসেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর