সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিল্প-কর্মসংস্থানে বিপ্লব ঘটবে

—আবদুল মাতলুব আহমাদ

শিল্প-কর্মসংস্থানে বিপ্লব ঘটবে

নতুন বছর ২০১৭ সালে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানে বাংলাদেশে বিপ্লব ঘটে যাওয়ার প্রত্যাশা ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তার প্রত্যাশা হলো— মধ্যআয়ের দেশ গড়ার স্বপ্নে বিভোর আমাদের পুরো দেশ ও জাতি। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থাৎ ২০২১ সালে এ দেশ হবে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে স্বয়ংসম্পূর্ণ। এই প্রত্যাশা পূরণে নতুন বছর ২০১৭ সাল এক মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে আরও বলেন, বাংলাদেশকে শিল্পায়িত করতে যা যা প্রয়োজন, তার পুরোটার ভিত্তি স্থাপন হয়ে গেছে ২০১৬ সালে। যেমন জ্বালানি ও বেসরকারি খাতের এলএনজি, এলপিজি এবং ফার্নেস অয়েল আমদানি। এতে দেশের ব্যবসায়ীরা জ্বালানি নিরাপত্তা পেয়ে গেছেন। ফলে আমাদের শিল্প বা শিলন—কারখানা প্রত্যাশিত জায়গায় যাবে। তিনি আরও বলেন, কৃষি জমির শিল্পে ব্যবহার কমে যাবে। কারণ দেশে এখন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে। এর কয়েকটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করবে। তাই ২০১৭ সালে দেশ নতুন শিখরের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাব। ২০১৮ সাল থেকে যখন এলএনজি ও এলপিজি এবং মানসম্মত বিদ্যুৎ পাওয়া যাবে, তখন পুরোদমে শিল্পায়নও শুরু হবে। ২০১৭ থেকে আমরা বেশ কর্মসংস্থানের বাজারে প্রবেশ করব।

সর্বশেষ খবর