সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে বিধিমালা সংশোধন হচ্ছে

জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে সংসদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত অনুমোদন পেয়ে এসআরও নম্বর শিগগির প্রতীক তালিকার সংশোধিত গেজেট প্রকাশ হবে। কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না করার এবং যদি করা হয়ে থাকলে তা বাতিলে সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় ইসি। গতকাল ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করে প্রস্তাবিত খসড়া নির্বাচন কমিশনের অনুমোদিত হয়েছে। ‘আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে এ সংক্রান্ত প্রস্তাবিত খসড়া প্রজ্ঞাপন পাঠিয়েছে ইসির আইন শাখা। মন্ত্রণালয় থেকে তা ফেরত এলে সংশোধিত আকারে প্রতীক তালিকার গেজেট করা হবে’ বলেন তিনি।

গত ১২ ডিসেম্বর সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিমকোর্টের মনোগ্রামে ব্যবহূত হবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। ১৩ ডিসেম্বরের এ সংক্রান্ত সিদ্ধান্ত ১৪ ?ডিসেম্বর ইসি সচিবালয়ে পাঠায় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার। এ প্ররিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইসি। জানতে চাইলে ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান জানান, ২০১৩ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় দশম সংসদ নির্বাচনে প্রতীকটি ব্যবহার করা হয়নি। তাছাড়া সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হলেও তাতে প্রতীক তালিকায় ‘দাঁড়িপাল্লা’ রাখা হয়নি। ‘ফুলকোর্ট সভার চিঠি পাওয়ার পর ইসির সিদ্ধান্ত অনুযায়ী এখন শুধু তা সংশোধনের জন্য গেজেট প্রকাশের অপেক্ষা। ভেটিং শেষে শিগগির তা করা হবে’ বলেন তিনি। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন পায় জামায়াত। হাইকোর্ট বিভাগে এক রিটের পরিপ্রেক্ষিতে (রিট পিটিশন নং ৬৩০/২০০৯) ২০১৩ সালের ১ আগস্ট দেওয়া রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষিত হয়। বর্তমানে আপিল বিভাগে দলটির একটি আপিল (সিভিল আপিল নম্বর ১৩৯/২০১৩) চলমান রয়েছে।

সর্বশেষ খবর