সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

থার্টিফার্স্টে নিয়ন্ত্রণে ছিল ঢাকার আইনশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানীসহ সারা দেশে উদযাপিত হয়েছে থার্টিফার্স্ট নাইট। নানা ধরনের আশঙ্কা থাকার পরও বিগত বছরের শেষ এবং নতুন বছরের মাহেন্দ্রক্ষণ পার করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। তাদের মতে, যথেষ্ট স্বাভাবিক ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিশেষ নির্দেশনার কারণেই কড়া নিরাপত্তায় চার দেয়ালের মধ্যে থার্টিফার্স্ট নাইটের বিভিন্ন আয়োজন সীমাবদ্ধ ছিল। পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট এবং ক্লাবগুলো আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি  নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল। শনিবার রাতে গুলশান-২ নম্বর গোলচত্বরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ২০১৬ একটি ঘটনাবহুল বছর। একটি কুচক্রী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য বছরজুড়ে চক্রান্ত করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তাদের সেই চক্রান্ত নস্যাৎ করে দেয়। বিভিন্ন জঙ্গি আস্তানায় পুলিশের ধারাবাহিক অভিযানে ২৪ জন চিহ্নিত জঙ্গিকে নিশ্চিহ্ন করা হয়েছে। এ ছাড়াও যাদের গ্রেফতার করা হয়েছে তাদের আদালতে পাঠিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ওই রাতে একই জায়গায় নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গিয়ে থার্টিফার্স্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেন র?্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, যেসব গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের এবং র?্যাবের নিজস্ব  গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মিলিয়ে যেসব সম্ভাব্য ঝুঁকি রয়েছে, সেসব কিছু মাথায় রেখে থার্টিফার্স্টে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। বেনজীর বলেন, প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাব- যেখানে অনুমতি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানেও র?্যাবের নিরাপত্তা রয়েছে। এ ছাড়া সাদা পোশাকে  গোয়েন্দারাও ওই সব অনুষ্ঠানে নজর রাখে। যেসব জায়গায় বিদেশিরা রয়েছেন তাদের তালিকা করে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ খবর