শিরোনাম
সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আওয়ামী লীগ নেতার ওপর গুলি

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, খুনিদের ধরতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের ওপর হামলা এবং পথচারী শিপ্রা কুণ্ডু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। তারা গতকাল চিহ্নিত সন্ত্রাসী ও খুনিদের ধরতে দফায় দফায় অভিযান চালিয়েছে। মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাদানের কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ এবং আওয়ামী লীগ নেতারা মনে করছেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী  হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ নেতা ডন তার এলাকায় মাদক বিক্রিতে বাধা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করায় তার ওপর মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে।

সর্বশেষ খবর