সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কিছু মিডিয়া ও বুদ্ধিজীবী বিচার বিভাগ নিয়ে অপব্যাখ্যা করছেন

—প্রধান বিচারপতি

মৌলভীবাজার প্রতিনিধি

কিছু মিডিয়া ও বুদ্ধিজীবী টকশোর নামে বিচার বিভাগ নিয়ে অপব্যাখ্যা করছেন উল্লেখ করে তা না করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে পৌর জনমিলন কেন্দ্রে সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘যারা এসব অপব্যাখ্যা করছে তাদের স্বার্থ কোথায় তা আমি জানি। আমি যদি মুখ খুলি তাহলে তাদের মুখ থাকবে না।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে।’

মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, গণপূর্ত বিভাগ সিলেট জোনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি আবদুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সৈয়দা সায়রা মহসীন এমপি, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল প্রমুখ।

প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ অত্যাধুনিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি নির্মাণ করেছে।

সর্বশেষ খবর