শিরোনাম
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
জেপির সঙ্গে সংলাপে রাষ্ট্রপতি

রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টি-জেপির নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য দরকার। একই সঙ্গে তারা অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের পথে পদে-পদে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন দলটির চেয়ারম্যান আনোয়ার হোসনে মঞ্জু। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টি-জেপির সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু একটি শক্তিশালী নির্বাচন কমিশনই যথেষ্ট নয়, এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতাও অপরিহার্য।  তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। বৈঠকে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য দরকার। নির্বাচন কমিশনের ধারাবাহিকতা রক্ষার জন্য একাধিক ধাপে নির্বাচন কমিশনার নিয়োগেরও প্রস্তাব করেন তিনি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনের সময় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাইরে থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগেরও প্রস্তাব করেছে জেপি। জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দলটির ১৬ সদস্যের প্রতিনিধি দল বিকাল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। ৪টা থেকে এক ঘণ্টার বৈঠক শেষে আনোয়ার হোসেন মঞ্জু বঙ্গভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে নানা বাধা রয়েছে। এবার ইউনিয়ন পরিষদ ও সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনেও টাকা-পয়সার কথা উঠেছে। এগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নিজেও সাতবার নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। কাজেই নির্বাচনের বিষয়ে বর্তমান রাষ্ট্রপতি অত্যন্ত অভিজ্ঞ। আমাদেরও নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। শুধু বাংলাদেশেই নয়, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সুষ্ঠু নির্বাচনের পথে নানা বাধা আছে। এগুলো একদিনে সমাধান হবে না, পর্যায়ক্রমে নিরসন করতে হবে।’ বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন ও রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। জেপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু প্রমুখ।

, এজাজ আহমেদ মুক্তা, এ টি এম আমিনুল ইসলাম পিন্টু, রুহুল আমিন এমপি, শেখ জয়নাল আবেদীন ও নাজমুন্নাহার বেবী, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান আজিজ বাঙ্গাল, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু।

সর্বশেষ খবর