মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেশে ভোটার সোয়া ১০ কোটি

খসড়া প্রকাশ ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

দেশে ভোটার এখন সোয়া ১০ কোটি ছাড়িয়ে গেছে। নবম জাতীয় সংসদ ২০০৮ সালের ৮ কোটি ১০ লাখের বেশি ভোটার দিয়ে যাত্রা করে, আট বছর পর তা ১০ কোটি ২৯ লাখে পৌঁছেছে। প্রতি বছর গড়ে ২৭ লাখের মতো নাগরিক ভোটার হয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের সময় এ সংখ?্যা দাঁড়াবে সাড়ে ১০ কোটিরও বেশি। দাবি-আপত্তি-নিষ্পত্তি শেষে নতুনরা যুক্ত হবেন তালিকায়। এ ক্ষেত্রে ইসি হালনাগাদে নিবন্ধিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ৩১ জানুয়ারি। নির্বাচন কর্মকর্তারা জানান, প্রায় ১৬ কোটি জনসংখ?্যার দেশে সোয়া ১০ কোটি ভোটার রয়েছে। প্রতি বছর ভোটার বাড়ার হার বিবেচনায় নিলে একাদশ সংসদ নির্বাচনে (২০১৮ সালের শেষ—২০১৯ সালের শুরু) সাড়ে ১০ কোটিরও বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত হবেন। সংশ্লিষ্টরা বলছেন, ভোটার হতে এখনো নারীদের অনাগ্রহ দেখা যাচ্ছে। আদমশুমারিতে নারী-পুরুষের ব্যবধান খুব কম হলেও ভোটার তালিকায় এ ব্যবধান বেড়েই চলেছে। কিছু প্রত্যন্ত এলাকায় রক্ষণশীলতা ও সচেতনতার অভাবে এমন হচ্ছে বলে মনে করেন তারা। গতকাল দেশজুড়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে স্থানীয় নির্বাচন অফিস। সব মিলিয়ে এবার ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন ভোটার হয়েছেন হালনাগাদে। ২০১৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বা তার বেশি, তারাই হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অবশ্য এ হালনাগাদে ২০১৫ সালের কম বয়সীদের নেওয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছে এবং গেল বছরের বিশেষ সুযোগ পাওয়া নাগরিকরা তালিকায় এসেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, হালনাগাদে ৯ লাখ ২ হাজার ৮১২ পুরুষ ও ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন নারী ভোটার নিবন্ধিত হয়েছেন। এ ক্ষেত্রে তাদের অনুপাত পুরুষ প্রায় ৬০ শতাংশ ও নারী প্রায় ৪০ শতাংশ। তিনি জানান, আদমশুমারিতে নারী-পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি। ভোটার তালিকায় ব্যবধানটা কমানো যায়নি এখনো। ভোটার করা একটি চলমান প্রক্রিয়া। ভোটার হওয়ার যোগ্যরা যে কোনো সময় কেন্দ্রীয় ও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। সবাই সচেতন হলে আদমশুমারির সঙ্গে সমন্বয় রেখে আগামীতে ভোটার ব?্যবধানও কমানো হবে। অনেক প্রচারের পরও নারীদের ভোটার হতে অনাগ্রহ রয়েছে। তবে হালনাগাদে নারী ভোটার পুরুষের চেয়ে কম হওয়ার প্রবণতা সাধারণ প্রত্যন্ত কিছু এলাকায় ঘটে। সার্বিকভাবে দেশের মোট ভোটার সংখ্যায় তা কমে আসে। আগামীতে প্রচার আরও বাড়াতে হবে বলে জানান ইসি সচিব। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বিদ্যমান ভোটার তালিকায় ভোটার রয়েছেন ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৮ আর নারী ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ১৮৩ জন। যেখানে প্রায় ১০ লাখ ভোটার এগিয়ে পুরুষরা। হালনাগাদে যুক্ত নতুনদের নিয়ে বছরের শুরুতে দেশের মোট ভোটার হবে ১০ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ২৭৩ জন। সোয়া ১০ কোটি ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮ লাখ ৪৩ আর পুরুষ ৫ কোটি ২১ লাখ ৯ হাজার ২৩০ জন। হালনাগাদে নারী-পুরুষের ব্যবধানের অনুপাত বেশি থাকলেও দেশের মোট ভোটারের সংখ্যায় তা কমে আসবে। তাতে পুরুষ ও নারীর অনুপাত যথাক্রমে প্রায় ৫১ ও প্রায় ৪৯ শতাংশ বলে জানান এই কর্মকর্তা। তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, এবার দেশের মোট জনসংখ্যার ৬১ শতাংশ ভোটার তালিকাভুক্ত হয়। নারী-পুরুষের সংখ্যাও প্রায় কাছাকাছি। ভোটার হতে নারীদের সচেতনতা বাড়াতে কাজ করেছে কয়েকটি বেসরকারি সংস্থা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর