মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তাণ্ডব

কেন্দুয়ায় ৩০ বাড়িঘরে ভাঙচুর আগুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ার সাহিতপুর বাজারে সিএনজিচালিত অটোস্ট্যান্ড দখল ও চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল এলাকায় তাণ্ডব চালিয়েছে তার সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পুড়ে ছাই হয়ে যায় ৩০টি বসতঘরের আসবাবপত্র।

গত ২৮ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা দুলাল মিয়া। সেখানে রবিবার দিবাগত গভীর রাতে মারা যান তিনি। পুলিশ জানায়, দুলালের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে তার আত্মীয়-স্বজন ও সমর্থকরা সংঘবদ্ধ হয়ে রায়জুড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ১০টি পরিবারের প্রায় ৩০টি বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলা-ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দুপুরে সাহিতপুর বাজারের অটোস্ট্যান্ড দখল নিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহেরের লোকজনের সঙ্গে শ্রমিক নেতা ও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে আহত হন পাঁচজন। গুরুতর অবস্থায় চারজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া রবিবার রাতে মারা যান। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর জানান, সংঘর্ষ ও মারা যাওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।

সর্বশেষ খবর