বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মহেশখালীতে মিলল অস্ত্র তৈরির কারখানা

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামসংলগ্ন গহিন জঙ্গল থেকে ২২টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও চার শতাধিক গুলিসহ অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছে ওই গ্রামের মৃত আজম উল্লাহর ছেলে মো. আবদুল মাবুদ (৪০) ও ছোট মহেশখালী ইউনিয়নের কবির আহম্মদের ছেলে মো. আবু তাহের (৪২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি একনালা বন্দুক,  ৬টি ওয়ান শুটারগান, ১টি থ্রি কোয়ার্টার বন্দুক, ১টি দেশীয় রাইফেল, ১৭ রাউন্ড শটগানের গুলি, ৪ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলির খোসা। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহূত ড্রিল মেশিন, ৩টি বন্দুক তৈরির পাইপ, ১৫টি হেসকু ব্লেড, ৫টি রেত, ২টি প্লাস, ১টি এয়ার মেশিন, ৫টি ছেনা ও ১টি শান-পাথর উদ্ধার করা হয়। এসব অস্ত্র দিয়ে কক্সবাজার, মহেশখালী, চকরিয়া ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুন, মুক্তিপণ আদায়, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করা হচ্ছিল। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে মহেশখালী থানায় হস্তান্তর করা হচ্ছে।

সর্বশেষ খবর