শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টুঙ্গিপাড়ায় মন্দিরে ভাঙচুর আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি দুর্গামন্দিরের নয়টি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজার সার্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। বিষয়টি সকালে মন্দিরের সেবায়েত ও এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় গতকাল বিকালে এলাকাবাসী জেলা শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মন্দির ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন সিরাজগঞ্জ জেলার গুণরগাতী গ্রামের জয়দুল শেখের ছেলে সোহেল শেখ (২২), টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের গঞ্জের শেখের ছেলে সবুর শেখ (২৫) ও তোরাব আলী (২৮)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাস্তার পাশের একটি খাসজমি দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের এজাজ শেখের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কিছু লোকের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ওই দুর্গামন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ এবং বিকালে জেলা শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসের ভিত্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত কুমার মল্লিক প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস বলেন, ‘এটা খুব দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রীর নিজ এলাকায় এ ধরনের ঘটনা কাম্য নয়। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর