শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার গাড়ি লক্ষ্য করে গুলি

নেতা গাড়িতে ছিলেন না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরীর গণকপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে তার গাড়ির সামনের কাচ ছিদ্র হয়ে যায়। তবে তিনি ওই সময় গাড়িতে ছিলেন না। ঘটনাস্থলে অন্য পুলিশের সঙ্গে বোয়ালিয়া থানার ওসি উপস্থিত ছিলেন।

নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চের পেছনে দুইটি গাড়ি ছিল। এর মধ্যে একটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের ও অপরটি নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলমের। তিনি গাড়ি পাশে অন্য পুলিশ সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন। হঠাৎ করে শব্দ পেয়ে তাকিয়ে দেখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলমের গাড়ির সামনের কাচ ছিদ্র হয়ে গেছে। গাড়ির কাচের আঘাত গুলির মতো হলেও সেখানে গুলি বা অন্যকিছু পাওয়া যায়নি। পরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তবে কিছু পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। গাড়িরচালক সাগর বলেন, অনুষ্ঠান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আজিজুল আলম গাড়িতে আসার আগ মুহূর্তে তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলে দাবি করেন। আজিজুল আলম বলেন, তিনি যে সিটে বসেন সে বরাবরই গুলি চালানো হয়েছে। তাকে উদ্দেশ্য করে এ হামলা চালানো হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। গতকাল সকালে গাড়িটি পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর