শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

কুমিল্লায় মৌমাছি পালনে স্বাবলম্বী হচ্ছে তরুণরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় মৌমাছি পালনে স্বাবলম্বী হচ্ছে তরুণরা

কুমিল্লায় প্রশিক্ষণ নিয়ে মৌমাছি পালন করে স্বাবলম্বী হচ্ছে শত শত তরুণ। গত এক দশকে সহস্রাধিক বেকার তরুণকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছে কুমিল্লা মৌমাছি পালন কর্মসূচি প্রশিক্ষণ অফিস। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনে এটি পরিচালিত হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রত্যন্ত গ্রাম মনোহরপুর গ্রামে অফিসটি অবস্থিত। চট্টগ্রাম বিভাগে এটি একমাত্র অফিস বলে জানান সংশ্লিষ্টরা। দেশে এরকম আরও পাঁচটি অফিস রয়েছে। সেগুলো হচ্ছে— গাজীপুর, সিলেট, খুলনা, বরিশাল ও দিনাজপুর। সূত্র জানায়, প্রতি বছর এখান থেকে তিনটি প্রশিক্ষণ হয়ে থাকে। ৩০০ টাকার বিনিময়ে পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে প্রাথমিক সরঞ্জাম সরবরাহ করা হয়। প্রতিজন পাঁচটি করে বক্স বসালে বছরে গড়ে ২৫০ কেজি মধু পাওয়া যায়। এতে বিক্রি হবে এক লাখ টাকা। এ টাকা দিয়ে একটি পরিবারের ব্যয় নির্বাহ করা যাবে। বড় আকারে খামার করার সরঞ্জাম নিয়ে কিস্তিতেও টাকা পরিশোধ করা যায়। লিচু বাগান, কালি জিরা ও সরিষার ফুল থেকে ভালো মধু পাওয়া যায়। সরেজমিনে জানা যায়, মনোহরপুরের প্রত্যন্ত অঞ্চলে মাঠের পাশে একটি টিনের ঘরে এই অফিস। এখানে মৌমাছি পালনে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সামনে একটি ফুলের বাগানে কিছু বাক্স স্থাপন করা হয়েছে। সেখানে মৌমাছি মধু জমা করছে। প্রশিক্ষণের পাশাপাশি এখানের একটি টিম বিভিন্ন মাঠে মধু সংগ্রহ করে। সেই মধু আবার এই অফিসে এনে বিক্রি করা হয়। খাঁটি এবং সুস্বাদু মধু সাশ্রয়ী মূল্যে ক্রয়ের জন্য এলাকার লোকজন এখানে ভিড় করছেন। কর্মকর্তা সংকটে সম্ভাবনাময় এই অফিসটি পিছিয়ে পড়ছে। মৌমাছি সম্প্রসারণ ও কারিগরি দুজন কর্মকর্তা থাকার কথা থাকলেও কেউ গ্রামে থাকতে চান না। কয়েক দিন পর বদলি হয়ে চলে যান। দীর্ঘদিন পদগুলো খালি অবস্থায় রয়েছে। পাঁচজন কর্মচারীর মধ্যে ১টি পদ শূন্য রয়েছে। বিসিক কুমিল্লা অফিসের একজন কর্মকর্তাকে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাঝে-মধ্যে আসেন। হিসাবরক্ষক অফিস চালাচ্ছেন। হিসাবরক্ষক আমজাদ হোসেন বলেন, মৌমাছি পালন একটি লাভজনক পেশা। প্রশিক্ষণ নিয়ে তরুণরা স্বাবলম্বী হতে পারে। আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর