শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ

সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকার দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন বা ইসির সার্চ কমিটি গঠন নিয়ে সংলাপে অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সাতদফা সুপারিশ পেশ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে গতকাল ১৪তম দল হিসেবে সিপিবি বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে। ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সন্ধ্যা ৬টা থেকে প্রায় ৫০ মিনিট নতুন  নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে নিজ দলের প্রস্তাব নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘প্রতি বছর সংলাপ করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশনারদের নাম নেওয়ার প্রয়োজন নেই। এজন্য আমরা একটা আইনগত কাঠামো গড়ে তোলার কথা বলেছি। সেই আইনের কাঠামোয় সিলেক্ট কমিটি দলনিরপেক্ষ লোকদের নিয়ে ইসি গঠন করবে।’ তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থা পরিবর্তন না করে ফেরেশতা দিয়েও এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচনকালীন সরকারের প্রতি সন্দেহ দূর করে বিশ্বাসযোগ্যতা আনতে হলে সংবিধান সংশোধন করে বলতে হবে, নির্বাচনকালীন সরকারের বৈশিষ্ট্য কী হবে। তাদের কাজ হবে শুধু দৈনন্দিন রুটিন কাজ।’ সিপিবির প্রস্তাবে ইসি গঠনের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল, স্পিকার, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহা-হিসাবরক্ষকসহ সাংবিধানিক সংস্থার প্রধানদের এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন প্রতিনিধি নিয়ে সিলেক্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সংসদ নির্বাচনে ‘না’ ভোট চালুসহ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দেন তারা। একই সঙ্গে যত দিন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু না হয় সে পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে, যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। আলোচনাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর