শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টি-২০ সিরিজেও হার মাশরাফিদের

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজও হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরে যান মাশরাফিরা। নিউজিল্যান্ডের মানগুনাইয়ে বে ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের তিন টি-২০ ম্যাচেই প্রথমে ব্যাটিং করা দল হেরেছিল। তাই গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন মাশরাফি। তারপরেও হার এড়াতে পারেননি। প্রথমে ব্যাট করতে নেমে কলিন  মুনরোর সেঞ্চুরি ও টম ব্রুসের হাফ সেঞ্চুরিতে ১৯৫ রান করেছিল কিউইরা। ১৯৬ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান করেন সাব্বির রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। অন্যরা যেন কেবল যাওয়া আসার মিছিলে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের বোলাররা শুরুতে দাপুটে বোলিং করে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিলেন। ব্লাক ক্যাপসরা ৪৬ রানে তিন উইকেট হারালেও চতুর্থ উইকেটে মুনরো ও ব্রুস মিলে ১২৩ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন। মুনরো ৫৪ বলে ১০১ রান করে আউট হলেও ৫৯ রানে অপরাজিত ছিলেন ব্রুস। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ৩৭ রানে নিয়েছেন তিন উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৩৬ রানে তিন উইকেট হারায়। তারপরেও চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে সাব্বির রহমান ও সৌম্য সরকার মিলে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু তাদের দুজনের আউটের পর বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে যায়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড। টি-২০ সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে। হারলেই ওয়ানডের মতো টি-২০তেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুববেন মাশরাফিরা।

সর্বশেষ খবর