শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাজীপুর সিটি মেয়র মান্নান জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি মেয়র মান্নান জামিনে মুক্ত

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, উচ্চ আদালতে থেকে অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে গতকাল বেলা ১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি গত বছরের ১৬ এপ্রিল থেকে এ কারাগারে ছিলেন। মান্নানের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান জানান, অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে। দায়েরকৃত মামলার প্রায় সবগুলোই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে। এদিকে মেয়র মান্নান কারামুক্ত হচ্ছেন— এমন খবরে গতকাল সকাল থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কারাফটকে উপস্থিত হন। তিনি বেরিয়ে এলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কারাফটকে অন্যান্যের মধ্যে গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট ড. শহীদুজ্জামান, কাউন্সিলর তানভীর আহমেদ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, ইদ্রিস আলী, আবদুল খালেক ডিলার আকন্দ, যুবদল নেতা আরিফ হাওলাদার, জসিম ভাট, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ জানিয়েছেন, নানা রোগে আক্রান্ত অসুস্থ মেয়র অধ্যাপক এম এ মান্নানকে মুক্তি লাভের পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের  মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নানকে ঢাকার বারিধারার ডিওএইচএসের বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। মোট ২২ মামলায় প্রায় ১৩ মাস বন্দী থাকার পর আদালত থেকে জামিন পেয়ে গত বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন। গত এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান। এ অবস্থায় গত বছরের ১৫ এপ্রিল এম এ মান্নানকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই মাসে জিসিসির মেয়র পদ থেকে তাকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই বন্দী ছিলেন।

সর্বশেষ খবর