শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নাসিরনগরে মন্দির ভাঙচুর

আঁখিকে সাত দিনের রিমান্ডের আবেদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আঁখিকে সাত দিনের রিমান্ডের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাঙচুর ঘটনায় সন্দেহভাজন মূল হোতা হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, ৩০ অক্টোবর গৌরমন্দির ভাঙচুর ঘটনায় মন্দির পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে মামলা করেন। এ মামলায় কারও নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাত সাড়ে ১২০০ জনকে আসামি করা হয়। মামলায় গ্রেফতার ট্রাকচালক নুরুল ইসলামসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানান, হরিপুর ইউনিয়ন থেকে কয়েকটি ট্রাকে করে অনেক মানুষকে নাসিরনগর উপজেলা সদরে পাঠানো হয়। এর মধ্যে আঁখি কয়েকটি ট্রাকের ব্যবস্থা করে ভাড়ার জোগান দেন। বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থেকে তাকে আটক করে পুলিশ। পরে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, গ্রেফতার আসামিদের জবানবন্দিতে আঁখির নাম চলে আসে। এদিকে গৌরমন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হরিপুরের আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আগামী রবিবার শুনানির দিন ধার্য করে আসামিকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। কোর্ট ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, বন্ধের দিন থাকায় পরবর্তী কার্যদিবসে এ বিষয়ে শুনানি হবে। এ ঘটানার পেছনে আসামির প্রেরণা ও অর্থের জোগান ছিল এবং পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে। সূত্র বলছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় মত্স্যমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগ নেতাদের বিরোধ হয়। আঁখিকে মত্স্যমন্ত্রী স্থানীয়ভাবে মনোনয়ন দেননি। আর জেলা নেতারা মনোনয়ন প্রদান করেন আঁখিকে। এসব নিয়ে জেলা আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রীর দূরত্ব বাড়ে। বিভিন্ন কারণে মত্স্যমন্ত্রীকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। এর পরই ঘটে নাসিরনগর তাণ্ডব। ফেসবুকে ছবি পোস্ট দেওয়া নিয়ে হিন্দু বাড়িঘর ও মন্দির ভাঙচুর করা হয়। দেশ-বিদেশে প্রবলভাবে নাড়া দেয় এ ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিরনগর থানার ওসি (তদন্ত) শওকত হোসেন বলেন, আঁখিই মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা। তিনি ট্রাক ও ট্রাক্টর ভাড়া পরিশোধ করেছেন। পুলিশের একটি সূত্র জানায়, আলোচিত আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আটক করে ডিএমপি কার্যালয়ে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। সূত্র জানায়, আঁখি এ সময় নাসিরনগর হামলার বিভিন্ন বিষয় স্বীকার করেন। বিগত ইউপি নির্বাচন থেকে শুরু করে নাসিরনগর হামলা-পরবর্তী অনেক চাঞ্চল্যকর বিষয় তার কাছ থেকে জানতে পেরেছে পুলিশ।

সর্বশেষ খবর