রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাঁচা মার্কেটে এখনো ধোঁয়া খুলেছে পাকা মার্কেট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। থেমে থেমেই ধ্বংসস্তূপের ভিতরে পানি নিক্ষেপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল কর্মীরা। গতকাল সকালে মার্কেট পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র আনিসুল হক জানিয়েছেন, ধসে পড়া অংশ যত দ্রুত সম্ভব অপসারণ করা হবে। এদিকে পাকা মার্কেট খোলার দ্বিতীয় দিনেও ধোয়া-মোছার কাজ চলছে। খোলা হয়েছে বেশ কয়েকটি দোকানও।

গতকাল গিয়ে দেখা গেছে, আগুন লাগার পাঁচ দিন পার হলেও গুলশানের কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। বুলডোজার ব্যবহার করে ধ্বংসস্তূপের অংশবিশেষ ও আবর্জনা সরিয়ে ফেলার কাজ করছে ফায়ার সার্ভিস। কাঁচা মার্কেটের ব্যবসায়ীরা দাঁড়িয়ে থেকে  তছনছ হয়ে যাওয়া তাদের দোকানের শেষ দৃশ্য দেখছেন। পাকা মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান বলেন, কাঁচা মার্কেটে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হলে ভয়ের কারণ নেই। কাঁচা মার্কেটের ব্যবসায়ী রওশন আলী বলেন, কাঁচা মার্কেটে তার চারটি ক্রোকারিজের দোকান ছিল। আগুনে তার দোকানের দেড় কোটি টাকার মালামাল পুড়েছে। পুড়েছে আমার স্বপ্নও। ২০০০ সাল থেকে এ মার্কেটে ব্যবসা করে আসছি। মধ্য বাড্ডার একটি ভাড়া বাসায় স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ আটজনের সংসার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকা মার্কেটের ব্যবসায়ী সৈয়দ আবুল জানান, তার দোকানে ইলেকট্রিক পণ্য ছিল। আগুন লাগার খবর পেয়ে চারটি ট্রাকের মাধ্যমে মালামাল সরিয়ে ফেলি। আগুন নিভে যাওয়ার পর দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করে মালামাল তোলা হয়েছে। গত দুই দিন ধরে দোকান খোলা হয়েছে। কাঁচা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গতকালও ডিএনসিসি মেয়র আনিসুল হক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান এসেছিলেন। তারা ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনের জন্য আশ্বাস দিয়েছেন। আগামী দু-তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য মার্কেট নির্মাণের কাজ শুরু হতে পারে। ইতিমধ্যে ডিএনসিসি ক্ষতিগ্রস্ত ২৯১টি দোকান মালিকের তালিকা নিয়েছে। পুলিশের গুলশান বিভাগের এডিসি আবদুল আহাদ বলেন, বুলডোজার ব্যবহার করে কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। পাকা মার্কেটের দোকানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। রয়েছে পুলিশের বেষ্টনী। সোমবার রাতে ডিএনসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার কিছু সময় পর কাঁচা মার্কেটটি ধসে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাকা মার্কেটেও। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর