রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আগুন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। গতকাল সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিএসএমএমইউ-এর কেবিন ব্লকের নিচতলায় ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে আগুন লাগে। ওভার হিটের কারণে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল। এতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। প্রকৃতপক্ষে আগুন লাগার কোনো ঘটনাও ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ফ্রিকশনে ধোঁয়া পরিলক্ষিত হয়। ওভার হিটের কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইশার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আর ধোঁয়া সৃষ্টির কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এর আগে সকালে আগুন লাগার আতঙ্কে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টসহ সব বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থার করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় সূত্র। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যায়।

সর্বশেষ খবর