রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির কাছে জেএসডির তিন দফা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন বা ইসির সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩ দফা সুপারিশ পেশ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে গতকাল ১৫তম দল হিসেবে জেএসডি বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে। দশ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর  রব। বিকাল পৌনে ৪টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টা ধরে বৈঠকে সংবিধান সংশোধন করে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন করে উচ্চ কক্ষের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জেএসডি। একই সঙ্গে সেই সরকারের পরামর্শ মোতাবেক নির্বাচন কমিশন গঠনসহ দলের রাজনৈতিক প্রস্তাবনা নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। পরে বিকাল ৫টায় বঙ্গভবনের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে আ স ম আবদুর রব বলেন, প্রতি পাঁচ বছর পর পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার দরকার নেই। এ জন্য স্থায়ী সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সেই আইনটা প্রণয়ন করতে হবে। সে জন্য এ পার্লামেন্ট সেশনে থাকতেই এ বিষয়ে আইন করার কথা বলেছি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে রাষ্ট্রপতি যেভাবে হ্যান্ডেল করছেন, সেই হ্যান্ডেলটা যেন বাতিল হয়ে না যায়, সে জন্য আইনটা জরুরি। আলোচনার পরও রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নিয়ে কেউ আদালতে গেলে তা বাতিল বা স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু সেটা হতে দিতে পারি না। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, তাকে আমরা বিতর্কিত করতে পারি না। এ সময় তিনি দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়টি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়া, দেশে বেকারত্ব বৃদ্ধিসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার কথা তুলে ধরেন। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ জেএসডি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে, যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। আলোচনাকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর