সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সুপ্রিম কোর্টের নির্দেশ

আদালতের অনুষ্ঠানে রাজনীতিবিদদের আমন্ত্রণ নয়

নিজস্ব প্রতিবেদক

আদালতের কার্যক্রম চলাকালে বিচারাঙ্গন সংশ্লিষ্ট নয় এমন রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অন্য কাউকে আমন্ত্রণ না জানাতে অধস্তন আদালতের প্রতি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত  এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বা অধস্তন আদালত সংশ্লিষ্ট যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো আদৌ কাম্য নয়। এ ধরনের আমন্ত্রণ জানানো বিচারকগণের জন্য অনুসরণীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী। চিঠিতে আরও বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অধস্তন আদালত কর্তৃক বিচার চলাকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনসহ অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়। এমতাবস্থায় অধস্তন আদালত কর্তৃক বিচার চলাকালে কোনো অনুষ্ঠান আয়োজন না করা এবং আদালত সংশ্লিষ্ট যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ না জানানো হয়।’

 এরূপ কোনো ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত হলে সেক্ষেত্রে তাদের অনুষ্ঠান মঞ্চে আসীন না করা এবং কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।’

সর্বশেষ খবর