সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদালতে হাজিরা দিলেন না খাদিজা

সাক্ষ্যগ্রহণে নতুন দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। গতকাল সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান, ‘সাভার সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান, ‘সাভার সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাজির করা সম্ভব হয়নি। তাই সময় প্রার্থনার আবেদন আদালত আমলে নিয়ে ২৬ ফেব্রুয়ারি তাকে হাজির হওয়ায় নির্দেশ দেয়।’ আলোচিত এ মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। খাদিজার সাক্ষ্যগ্রহণ শেষেই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানান অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ২৯ নভেম্বর আদালতে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়। ৫ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ ঘটনার পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। ৮ নভেম্বর ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

সর্বশেষ খবর