সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দোকানপাট খুলছে এখনো নেভেনি গুলশান মার্কেটের আগুন

আলী আজম

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ধ্বংসস্তূপে এখনো জ্বলছে আগুন। বের হচ্ছে ধোঁয়া। পাশাপাশি বুলডোজার দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ছয় দিনেও আগুন না নেভায় কাঁচা মার্কেটের ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেন। এদিকে আগুনে পোড়া পাকা মার্কেটের দোকানপাট খোলা শুরু হয়েছে। গতকাল প্রায় শতাধিক দোকান খোলা হয়। ঘটনাস্থলে গিয়ে গতকাল জানা গেছে, মার্কেটের সামনে টানা ছয় দিন ধরে নির্ঘুম অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পাকা মার্কেট পরিদর্শন করেছেন বুয়েটের ৩ সদস্যের বিশেষজ্ঞ দল। তারা ভবনটি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই মার্কেটের সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। জানা গেছে, আগুন লাগার চার দিন পর শনিবার গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি পাকা মার্কেট খুলে দেয় কর্তৃপক্ষ। গতকাল পর্যন্ত শতাধিক দোকান খোলা হয়েছে। তবে দোকানে খুবই কম মালামাল ওঠানো হয়েছে। আরও দোকান খোলার জন্য মালামাল ওঠানো হচ্ছে। আসছে ক্রেতাও। তবে মালামাল কম দামে বিক্রি করা হচ্ছে। বেশকিছু দোকানে ধোয়া-মোছার কাজও চলছে। কয়েকজন দোকানদার বলেন, ক্রেতারা আসা শুরু করেছেন। তবে সেটা সংখ্যায় কম। ক্ষতিগ্রস্ত মালামালগুলো কম দামে বিক্রি করে দিচ্ছি। এসব মালামাল বিক্রি শেষে নতুন করে মালামাল তোলা হবে। এ ছাড়া দোকানের লাইটিং, রং ও ধোয়া-মোছার কাজ শেষ করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে মাসখানেক সময় লাগবে। পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম তালাত রেজভী বলেন, পাকা মার্কেটে ২৩৪টি দোকান রয়েছে। গত দুইদিনে শতাধিক দোকান খোলা হয়েছে। অন্যগুলো ধোঁয়া-মোছার কাজ চলছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে সব দোকান চালু করা সম্ভব হবে। তিনি জানান, গতকাল বুয়েটের একটি বিশেষজ্ঞ দল মার্কেট পর্যবেক্ষণে এসেছিল। তারা মার্কেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেছে। বুয়েটের রিপোর্ট পেতে চার সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা পাকা মার্কেটের সার্বিক বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবেন। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে কাঁচা মার্কেট ব্যবসায়ী সমিতি। এ সময় মার্কেটের সাড়ে সাত বিঘা জমির ওপর বহুতল ট্রেড সেন্টার নির্মাণে মেট্রো গ্রুপের প্রতিষ্ঠান আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোং লিমিটেডের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। সমিতির সভাপতি শের মোহাম্মদ বলেন, কাঁচা ও পাকা সুপার মার্কেটে ৬০৫টি দোকান রয়েছে। মাসে হাজার কোটি টাকার বাণিজ্যের এই মার্কেটের অন্তত চার হাজার পরিবারের জীবন-জীবিকা এখন অনিশ্চয়তার মুখে। আমিন অ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি অনুযায়ী ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই নিচতলা ও দ্বিতীয় তলা কাঁচা মার্কেটের দোকান মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। এর আগে ওই ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। কিন্তু আমিন অ্যঅসোসিয়েটস চুক্তি পরিপন্থী কাজ করায় হাইকোর্টে একটি রিট করা হয়। এই রিটটি খারিজ হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন হয়, যা বিচারাধীন। এ ছাড়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও জারি রয়েছে মার্কেটের ওপর। এই অবস্থায়ও তাদের উচ্ছেদ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

 

 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী নেতা। পুনর্বাসন না হওয়া পর্যন্ত মার্কেট ছাড়বেন না বলেও জানান তিনি। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, দুটি বুলডোজার দিয়ে কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাকা মার্কেটের কিছু দোকান খুলেছে। দুই মার্কেটের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা মার্কেটে অবস্থান করছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসির দুটি মার্কেটে আগুন লাগে। এর কিছু সময় পর কাঁচা মার্কেটটি ধসে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাকা মার্কেটেও। এতে অন্তত ছয়শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

 

 

সর্বশেষ খবর