সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে উপসচিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঘুষ নেওয়ার অভিযোগে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগের এস্টেট অফিসার উপসচিব মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাতেনাতে গ্রেফতার করেছে। গতকাল রাতে তাকে রাজধানীর খিলগাঁও এলাকার একটি ফাস্টফুডের দোকান থেকে গ্রেফতার করা হয়।  দুদক সূত্র জানায়, তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা মিজান সড়ক বিভাগের অধীন এলেনবাড়ী সড়ক জোনে এস্টেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদক সূত্রে আরও জানা গেছে, সড়ক ও জনপথ থেকে ইজারা গ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানকে গ্রেফতার করে দুদক। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে। সব আইনি প্রক্রিয়া শেষে গতকাল রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের একটি ফাস্টফুডের দোকানে অবস্থান নেয়। সেখান থেকে তারা ঘুষের টাকাসহ মিজানকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর