মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন, জাতি জানতে চায় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন, জানতে চায় জাতি। অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছেন। আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন। এটা জানার অধিকার জনগণের আছে।’ ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভালোমন্দ বলতে চাই না। তবে ইসলামী ব্যাংক এমন কী সমস্যা তৈরি করেছে, যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে।’ গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। শিক্ষাব্যবস্থার অনিয়ম তুলে ধরতে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শিক্ষাব্যবস্থার সার্বিক অনিয়মের চিত্র তুলে ধরে ওবায়দুল ইসলাম বলেন, দেশকে ধ্বংসের অপচেষ্টার অংশ হিসেবেই শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। তাই অনতিবিলম্বে দলমতনির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের ?উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যাপক মামুন আহমেদ, আসাদুল করিম শাহিন, হেলেন জেরিন খান, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ছাত্রলীগের এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি আন্দোলনে দুর্বল হলেও সমর্থনে তাদের দুর্বল ভাবলে চলবে না। এই বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ধন্যবাদ জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। তিনি একটা সত্য কথা উচ্চারণ করেছেন যে, বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। যেদিন জনগণ ভোটের অধিকার পাবে, সেদিন তারা শক্তিটা প্রদর্শন করবে।’

সর্বশেষ খবর