বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পল্লী সড়কে নির্মাণ হবে ১৩১ সেতু

একনেকে ৮ হাজার ৮৭৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ১৩১টি সেতু নির্মাণসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৩২৯ কোটি ১৬ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫০ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৪৯৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে। এদিকে, নদী খননের অপসারিত পলি দিয়ে ব্লক ইট তৈরি করার প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়টি জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ছয় মাসে ১৬টি একনেক সভায় ২ লাখ ৬৩ হাজার ৮৮৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৩১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১৭টি সভায় ১ লাখ ২৬ হাজার ১৩৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৭টি প্রকল্প অনুমোদন লাভ করে। পরিকল্পনা মন্ত্রী বলেন, নদীসমূহে খননের সময় অপসারিত পলি দিয়ে ব্লক ইট তৈরি করার প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। একই ছাদের নিচে গণযোগাযোগ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর ও ফিল্ম সেন্সর বোর্ডের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের গণযোগাযোগ কার্যক্রম আরো গতিশীল করতে তথ্যভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, কৃষিখামার যান্ত্রিকীকরণ করার মাধ্যমে কৃষি ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে— ১ হাজার ৮৯০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প, ৪৫৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। বাগেরহাট জেলায় ৮৩টি নদী, খাল পুনঃখনন এবং মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্য বৃদ্ধি প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭০৬ কোটি ৪০ লাখ টাকা। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং উপকেন্দ্রসমূহের উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি ৫৬ লাখ টাকা। তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৬৮ লাখ টাকা। তথ্য ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৮৫ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নব সংযুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল এবং সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৩৪ কোটি ২ লাখ টাকা। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯২৬ কোটি ৭৬ লাখ টাকা।

 

সর্বশেষ খবর