বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভুলেভরা পাঠ্যবই প্রত্যাহার দাবি ৮৫ বিশিষ্ট ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি এবং গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়াসহ নানা অসঙ্গতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৮৫ বিশিষ্ট ব্যক্তি। তাদের অভিযোগ, এ বছরের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক অপরাজনীতির সঙ্গে সরকারের আপসরফার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে। অবিলম্বে ভুলেভরা পাঠ্যবইগুলো প্রত্যাহার ও নবীন শিক্ষার্থীদের সাম্প্রদায়িক ও কূপমণ্ডূক হওয়ার হাত থেকে রক্ষার দাবি জানান তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। পাঠ্যপুস্তকে দলীয়করণ ও তোষামোদী করার অভিযোগ তুলে তারও নিন্দা জানান বিশিষ্ট এই ব্যক্তিরা। বিবৃতিদাতা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন আহমদ রফিক, কামাল লোহানী, যতীন সরকার, সিরাজুল ইসলাম চৌধুরী, হায়াৎ মামুদ, সৈয়দ হাসান ইমাম, হাসান আজিজুল হক, সনৎ কুমার সাহা, অজয় রায়, সফিউদ্দিন আহমদ, কাজী মদিনা, আবুল মোমেন, রামেন্দু মজুমদার, দ্বিজেন শর্মা, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, কবি আসাদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর