বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দুই সন্তান নিয়ে আত্মঘাতী মা

মামলা, অনিকার স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে দুই শিশু সন্তানকে হত্যার পর অনিকার আত্মহত্যার ঘটনায় তার স্বামী শামীমকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলা হয়েছে। মামলাটি করেছেন অনিকার মা নাদিরা বেগম। এদিকে অনিকার স্বামী শামীম দাবি করেছেন, বাসি ভাত খেতে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে দুই সন্তানকে জবাই করে হত্যার পর অনিকা নিজেও আত্মহত্যা করে। তবে এর পিছনে আরও কিছু আছে কিনা- তা পুলিশ খতিয়ে দেখছে। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম জানান, ঘটনাস্থল থেকে আত্মহত্যাকারী মায়ের লেখা একটি চিরকুট ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। চিরকুটে ওই গৃববধূ দুই সন্তানকে হত্যা করে নিজের আত্মহত্যার জন্য তার স্বামীকে দায়ী করেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস জানান, শামীমা (৫) ও আবদুল্লাহ (৩) নামে দুই শিশুর গলার শ্বাসনালী কাটা ছিল। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুই শিশুর মায়ের গলাতেও একটি দাগ পাওয়া গেছে। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। অনিকার মা নাদিরা বেগম বলেন, ‘তার দুই মেয়ে। অনিকা তার ছোট মেয়ে। ৯ বছর আগে শামীমের সঙ্গে অনিকার বিয়ে হয়। তাদের দুটি সন্তান ছিল। সম্প্রতি অনিকা চার মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। অনিকার স্বামী বেড়িবাঁধে একটি সেলুন দিয়েছে। সেখানে তেমন একটা আয় রোজগার ছিল না। তাদের সংসারে টানাপোড়ন লেগেই থাকত। তারপর আমার মেয়ে কষ্ট করে সংসার করছিল। তাদের মধ্যে এমন কি হলো অমন অবুঝ দুটি শিশুকে হত্যা করে নিজেই আত্মহত্যা করল অনিকা? একটু জেদি, সে কারো গালমন্দ সহ্য করতে পারত না। তবে নিশ্চিই শামীম এমন কিছু বলেছে যা সহ্য করতে না পেরে আমার মেয়ে এমন কাণ্ড করেছে।’ তিনি এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। প্রসঙ্গত, ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ির ২৯/১ নম্বর একটি টিনশেড বাসা থেকে দুই শিশুসহ মা অনিকার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে তারা আলামত হিসেবে, কাগজে লেখা একটি চিরকুট, রক্ত মাখা লোহার বটি, কম্বল, বালিশ এবং ওয়াল ক্লথ উদ্ধার করে।

সর্বশেষ খবর