বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার আড়াই লাখ অভিবাসী

প্রতিদিন ডেস্ক

৩০ সেপ্টেম্বর সমাপ্ত গত অর্থবছরে ২ লাখ ৪০ হাজার ২৫৫ জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সহস্রাধিক বাংলাদেশিও রয়েছেন। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের অর্থবছরের চেয়ে এ সংখ্যা ২% বেশি। তবে ২০১২ অর্থবছরের চেয়ে তা প্রায় অর্ধেক। ২০১২ অর্থবছর বহিষ্কার করা হয় ৪ লাখ ১০ হাজার অবৈধ অভিবাসীকে। খবর এনআরবি নিউজের। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, গত অর্থবছর ৪ লাখ ৫০ হাজার ৯৫৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ২ লাখ ১০ হাজার ৬৫৯ জন বেআইনিভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন এবং তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। অবশিষ্টরা বহিষ্কার হয়েছেন ইমিগ্রেশন কোর্টের নির্দেশ অনুযায়ী। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আরও জানায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওবামা সরকারের পৌনে আট বছরে মোট ২৭ লাখ ৫০ হাজার জনকে বহিষ্কার করা হয়েছে। ইমিগ্রেশন কোর্টের নির্দেশ অনুযায়ী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর এ সংখ্যা আগের যে কোনো প্রেসিডেন্টের সময়ের চেয়ে অনেক বেশি। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে তিনি বহিষ্কার করবেন, যারা অপরাধী। যদিও ২০১৫ সালে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে ৮ লাখ ২০ হাজার জন অপরাধী বা ক্রিমিনাল। অবৈধ অভিবাসীদের মধ্যে লাখখানেক বাংলাদেশি থাকলেও অপরাধী হিসেবে দোষী সাব্যস্তদের মধ্যে সে সংখ্যা নিতান্তই হাতে গোনা।

সর্বশেষ খবর