শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাইবার ক্রাইম নারী নির্যাতনের নতুন সংস্করণ : চুমকি

নিজস্ব প্রতিবেদক

সাইবার ক্রাইম দেশে নারী নির্যাতনের নতুন সংস্করণ। প্রযুক্তির উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। তবে উন্নয়নের জোয়ারের সঙ্গে কিছু খারাপ জিনিসও চলে আসতে পারে। আর সাইবার ক্রাইমও এমন একটি বিষয়। নারী ও শিশুরা সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। সরকার এই বিষয়ে সতর্ক আছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। গতকাল মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। মহিলা বিষয়ক অধিদফতরের হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন (১০৯২১ নম্বরটি) সেন্টারের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হিমনিটি উইনথার। প্রতিমন্ত্রী বলেন, সমাজে এখনো নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। আর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এই হেল্পলাইন ভূমিকা রাখছে। জানা যায়, ডিসেম্বর ২০১৬ পর্যন্ত হেল্পলাইনের মাধ্যমে মোট ২ লাখ ৫১ হাজার ৬২৩ জন নারী ও শিশুকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া নারী ও শিশুকে তাত্ক্ষণিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় স্মার্টফোনে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপস ‘জয়’ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্যাতিতরা ১০৯২১ এ তাত্ক্ষণিকভাবে এসএমএস প্রেরণ করতে পারবে।

সর্বশেষ খবর