শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

আবার বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

আবার বাড়ল সোনার দাম

হঠাৎ সোনা প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ ও রুপার দাম ৫৮ টাকা বাড়িয়েছে জুয়েলারি শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে বিগত নভেম্বর ও ডিসেম্বরে কয়েক দফা সোনার দাম কমানো হয়।

 গতকাল বাজুসের বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম আজ থেকে কার্যকরের কথা বলা হয়েছে। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী আজ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম বিক্রি হবে ৪৬ হাজার ৭৩ টাকায়। গতকাল পর্যন্ত যা ছিল ৪৪ হাজার ৭৯০ টাকা। একই সঙ্গে আজ থেকে ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪২ হাজার ৬৯০ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকায়। আর ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি ৩৮ হাজার ৪৯১ টাকায়। এত দিন দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অন্যদিকে সোনার পাশাপাশি আজ থেকে বাড়বে রুপার দামও। গতকাল পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ছিল ১ হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা বিক্রি হবে ১ হাজার ১০৮ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর