রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাধা-কৃষ্ণ মন্দিরে হামলা ভাঙচুর আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার কালাচান পালবাড়িতে দুর্বৃত্তরা রাধা-কৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে। আগুন ধরিয়ে দিয়েছে কীর্তনের কুঞ্জে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গণেশচন্দ্র পাল জানান, রাত ১টার দিকে ৪-৫টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত এসে প্রথমে কীর্তনকুঞ্জে আগুন ধরিয়ে দেয়। এরপর রাধা-কৃষ্ণ মন্দিরে হামলা চালায়। তারা একটি প্রতিমার দুই হাত, একটির গলা ও দুই হাত এবং রাধা-কৃষ্ণের গলা কেটে ও হাত-পা ভেঙে জুতার মালা পরিয়ে দেয়। পরে রাধা-কৃষ্ণের কীর্তনের কুঞ্জে আগুন দেখে এক রিকশাচালক হিন্দুদের খবর দেন। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় হিন্দুরা অভিযোগ করেন, মন্দিরের পাশের আমবাগানে রাত-দিন নেশাখোর, ছিনতাইকারী, চোর-ডাকাতরা অবস্থান করে। প্রতিবাদ করতে গেলেই নানা ধরনের হুমকি-ধামকি আসে। তাই কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায় না। মন্দির ও আমবাগান এলাকায় পুলিশি টহলের জোর দাবি জানান তারা। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শিলা রানী পাল বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিহিংসামূলকভাবেই একটি চক্র মন্দিরে হামলা চালিয়েছে বলে আমাদের ধারণা। হিন্দুদের নিরাপত্তা দাবি করছি।’ ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া বলেন, ‘জামায়াত-শিবির এ ধরনের ঘটনা ঘটাতে পারে। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, ‘হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

সর্বশেষ খবর