রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শুরু হলো কারুমেলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শুরু হলো কারুমেলা

কনে দেখা, গায়ে হলুদ, বর যাত্রা, জামাইকে পিঠা খাওয়ানোর মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোকজ মেলা গতকাল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে  আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।  ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ  গোপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রম্নবায়েত হায়াত শিপলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপত্ম সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোসত্মাফিজুর রহমান মাসুম, এ্যাডভোকেট নূরজাহান প্রমুখ। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের লোক ও কারম্নশিল্পের ঐতিহ্য, দেশের প্রত্যন্ত্ম অঞ্চলের লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে পুনরম্নদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরম্নজ্জীবন এ মেলার মূল উদ্দেশ্য। মাসব্যাপী মেলায় এবার ৫৪ জন কারম্নশিল্পী প্রদর্শনীতে অংশ নিয়েছেন।  মেলায় ১৯৩টি স্টল রয়েছে। এবারের মেলার আকর্ষন গ্রামীন লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম “মৃিশল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন” শিরোনামে প্রদর্শনী। লোকজ মেলায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জারি সারি গানের পাশাপাশি গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে।  মেলায় অংশ নেওয়া যশোরের মনিরামপুর থেকে আসা নকশি কাথা শিল্পি কল্পনা রানী জানান, সোনারগাঁয় ফাউন্ডেশন মেলায় তিনি প্রায় ৫ বছর ধরে আসছেন। অন্য মেলার চেয়ে এখানে বেশ ভালো বেচা কেনা হয় । মুন্সিগঞ্জের বালুয়াকান্দি থেকে আসা বাউল শিল্পি আলতাফ হোসেন বলেন, ১৯৭৩ সাল থেকে তিনি বিভিন্ন  মেলায় গান গেয়ে দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছেন।  জামদানী শিল্পী আলেয়া বেগম জানান, দীর্ঘ দিন ধরে তারা এ শিল্পের সঙ্গে জড়িত । দেশি বিদেশি পর্যটকদের কাছে তাদের বোনা জামদানী শাড়ির প্রচুর চাহিদা রয়েছে। মেলায় আসা দশীনার্থীরা জানান, এবারের মেলার গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নতুনভাবে সাজানো হয়েছে ফাউন্ডেশনের পুরো চত্বর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর